পথের পাঁচালি, অপরাজিত এবং অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি বাংলা চলচ্চিত্র একত্রে অপু ত্রয়ী হিসেবে পরিচিত। এই চলচ্চিত্র ত্রয়ীকে প্রায়ই সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের তালিকায় রাখা হয়। একইভাবে প্রায়ই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই চলচ্চিত্র ত্রয়ীকে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয়। []

অপু ত্রয়ী
প্রচ্ছদ
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকসত্যজিৎ রায়
চিত্রনাট্যকারসত্যজিৎ রায়
উৎসবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
পথের পাঁচালি এবং অপরাজিত
শ্রেষ্ঠাংশেকানু বন্দ্যোপাধ্যায়
করুণা বন্দ্যোপাধ্যায় (পথের পাঁচালি এবং অপরাজিত)
সুরকাররবি শঙ্কর
চিত্রগ্রাহকসুব্রত মিত্র
সম্পাদকদুলাল দত্ত
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএডওয়ার্ড হ্যারিসন
(পথের পাঁচালি)
মুক্তি২৬ আগস্ট ১৯৫৫ (পথের পাঁচালি)
১ অক্টোবর ১৯৫৬ (অপরাজিত)
১ মে ১৯৫৯ (অপুর সংসার)
স্থিতিকাল৩৪২ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পথের পাঁচালি

সম্পাদনা

পথের পাঁচালি চলচ্চিত্রটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবির মুখ্য চরিত্র অপু এক সদ্য-কিশোর; মানুষ ও প্রকৃতির পাঠশালায় পাঠ নিতে নিতে সে বড় হয়। এই ছবিতে সত্যজিৎ এক নিম্নবিত্ত, গ্রাম্য, বাঙালী ব্রাহ্মণ পরিবারের দিনলিপি তুলে ধরেন ছায়াছবির ভাষায়।

ছবিটিতে বালক অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়, কিশোরী দুর্গার চরিত্রে ঊমা দাশগুপ্তা, অপুর পিতা হরিহরের চরিত্রে কানু বন্দ্যোপাধ্যায়, মা সর্বজয়ার চরিত্রে করুণা বন্দ্যোপাধ্যায়, ইন্দির ঠাকরুন চরিত্রে চুনিবালা দেবী।

অপরাজিত

সম্পাদনা

অপরাজিত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র অপু ত্রয়ীর দ্বিতীয় পর্ব।

অপুর সংসার

সম্পাদনা

অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি অপু ত্রয়ীর শেষ পর্ব। এই চলচ্চিত্রতেই বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর প্রথম বার অভিনয় করেন ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Final chapter of the Apu Trilogy to be screened"Herbert Art Gallery and Museum। ২৬ সেপ্টেম্বর ২০০৮। ১২ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১০