অপসোনিন ফার্মা লিমিটেড

অপসোনিন ফার্মা লিমিটেড বাংলাদেশের একটি ওষুধ সংস্থা যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [] আইএমএস হেলথ (ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেস, হেলথ) রিপোর্ট অনুসারে, অপসোনিন ফার্মা লিমিটেড বিক্রির ক্ষেত্রে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ফার্মাসিউটিক্যাল সংস্থা। [তথ্যসূত্র প্রয়োজন] অপসোনিন ফার্মা লিমিটেড মানুষের ব্যবহারের জন্য জেনেরিক ওষুধ উৎপাদন করে এবং বাজারজাত করে। তাদের ওয়েবসাইট অনুযায়ী সংস্থাটি এখন ২৮১টি ব্র্যান্ড প্রস্তুত করছে।

অপসোনিন ফার্মা লিমিটেড
ধরনলিমিটেড কোম্পানি
শিল্পফার্মাসিউটিক্যাল
প্রতিষ্ঠাকাল১৯৫৬; ৬৯ বছর আগে (1956)
প্রতিষ্ঠাতাআবদুল খালেক খান
সদরদপ্তর৩০ নিউ ইস্কাটন, ঢাকা
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
ওয়েবসাইটwww.opsonin-pharma.com

এর আরো উদ্যোগের মধ্যে রয়েছে অপসোসালাইন লিমিটেড, গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, এবং জকি গার্মেন্টস লিমিটেড।

তথ্যসূত্র

সম্পাদনা