অন্ধজনে দেহো আলো
অন্ধজনে দেহো আলো একটি রবীন্দ্রসঙ্গীত। বাংলা ভাষায় রচিত এটি একটি পূজা পর্যায়ের গান।[১][২] রবীন্দ্রনাথ ঠাকুর জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩][৪]
"অন্ধজনে দেহো আলো" | |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
রচিত | ১৮৮৫ / ১৮৮৬ খ্রিষ্টাব্দ |
ধারা | রবীন্দ্রসঙ্গীত |
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
গানের কথা
সম্পাদনাঅন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ—
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান॥
তোমারে পেয়েছিনু যে, কখন্ হারানু অবহেলে,
কখন্ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে।
বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান—
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্ৰিয়মাণ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rabindranath Tagore - Songs - পূজা - অন্ধজনে দেহো আলো (andhajane deho alo)"। www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৭।
- ↑ "Song andhajone deho alo | Lyric and History"। www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৭।
- ↑ রেকর্ডে কবিকণ্ঠ", রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ৩৭-৩৯
- ↑ রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৪