অন্তিম যাত্রা
অন্তিম যাত্রা (ইংরেজি: Antim Yatra) শ্যামল বোস পরিচালিত [২] ২০১৫ সালের একটি বাংলা চলচ্চিত্র এবং এটি প্রযোজনা করে চিত্রকলা।[৩] চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
অন্তিম যাত্রা | |
---|---|
পরিচালক | শ্যামল বোস |
রচয়িতা | শ্যামল বোস |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় সমদর্শী দত্ত খরাজ মুখোপাধ্যায় দোলন রায় |
সুরকার | শাশ্বত চট্টোপাধ্যায় |
মুক্তি | ১৬ অক্টোবর ২০১৫ [১] |
স্থিতিকাল | ৯০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনীসংক্ষেপ
সম্পাদনাএকজন মহিলা তার অনুশোচনাপূর্ণ একাকী জীবন কাটায়। তার উপলব্ধি তাকে অতীতের কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেয় । যেখানে একজন নব্য বিবাহিত মহিলার তার শ্বশুর ও স্বামীর প্রতি অভদ্র আচরণ ফুটে ওঠে। তিনি একসময় বৃদ্ধ শশুড়ের প্রতি তার রাগ ও বিরক্তিভাব প্রকাশ করেন এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে তখনও তার বিন্দুমাত্র অনুতাপ হয় না। কিন্তু যখন তার অন্তিম যাত্রার সময় হয় তখন তিনি গভীর ভাবে বুঝতে পারেন এবং অতীতের স্মৃতিগুলো স্মরণ করতে করতে একসময় পরলোক গমন করেন ।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Antim Yatra Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes"।
- ↑ "Antim Yatra (2015) - Review, Star Cast, News, Photos"। Cinestaan। ২০২০-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪।
- ↑ "Antim Yatra (2015)"। MOVIEBUFF। সংগ্রহের তারিখ ২০২০-১১-৩০।