অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি (ইংরেজি: Inclusive growth) বলতে কোনও দেশের এমন এক ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বোঝায় যা দেশটির সব নাগরিকের জন্য সমতুল্য সুযোগ সৃষ্টি করে এবং যার ফলে সব নাগরিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল লাভ করে। সাধারণত দেখা গেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে সমাজের সম্পদ অধিকতর হারে একটি সংখ্যালঘু বিত্তবান শ্রেণীর হাতে কুক্ষিগত হয় এবং তুলনায় সংখ্যাগরিষ্ঠ নাগরিকের সম্পদের আনুপাতিক পরিমাণ হ্রাস পায়। এই প্রবণতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং সকলের জন্য প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রয়োজন থেকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারণাটি উদ্ভূত হয়েছে।[][][]

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অনুমান করা হয় যে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির উপাদানসমূহ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান। ব্যষ্টিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক বৈচিত্র‍্যায়ন ও প্রতিযোগিতার জন্য কাঠামোগত পরিবর্তনের উপর গুরুত্ব প্রদান করা হয়। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক সমষ্টিবাচক রাশি যেমন স্থূল জাতীয় উৎপাদন, সামষ্টিক উপাদান উৎপাদনশীলতা, এবং সামষ্টিক উপাদান প্রবিষ্টি, ইত্যাদির পরিবর্তনগুলি অধ্যয়ন করা হয়।[]

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি আবশ্যক। এটি অর্জন করা কখনও কখনও দুরূহ কেননা অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে নেতিবাচক বাহ্যিক প্রভাবের (নেগেটিভ এক্সটার্নালিটি) উদয় হতে পারে। উদাহরণস্বরূপ উন্নয়নশীল দেশগুলিতে দুর্নীতি একটি প্রধান সমস্যা। যাই হোক, অন্তর্ভুক্তিমূলকতার উপরে জোর দেওয়া, বিশেষত বাজারে প্রবেশাধিকার, সম্পদের লভ্যতা এবং পক্ষপাতহীন নিয়ন্ত্রক পরিবেশের দৃষ্টিকোণ থেকে সুযোগের সমতাবিধানের উপরে জোর দেওয়া সফল প্রবৃদ্ধির একটি আবশ্যকীয় শর্ত। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এতে সমাজের দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদনশীল কর্মসংস্থানের উপরে দৃষ্টি নিবদ্ধ করা হয়।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ranieri, Rafael; Ramos, Raquel Almeida (মার্চ ২০১৩)। "Inclusive Growth: Building up a Concept" (পিডিএফ)। Working Paper। 104। Brazil: International Policy Centre for Inclusive Growth। আইএসএসএন 1812-108X। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫ 
  2. Anand, Rahul; ও অন্যান্য (১৭ আগস্ট ২০১৩)। "Inclusive growth revisited: Measurement and evolution"VoxEU.org। Centre for Economic Policy Research। ১৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫ 
  3. Anand, Rahul; ও অন্যান্য (মে ২০১৩)। "Inclusive Growth: Measurement and Determinants" (পিডিএফ)। IMF Working Paper। Asia Pacific Department: International Monetary Fund। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫ 
  4. Elena Ianchovichina and Susanna Lundstrom, "What is Inclusive Growth?", The World Bank, February 10, 2009.
  5. Elena Ianchovichina and Susanna Lundstrom, 2009. "Inclusive growth analytics: Framework and application", Policy Research Working Paper Series 4851, The World Bank.