অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগোলের পরিভাষায়ঃ ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে কোন জল-অংশে (সাধারণতঃ সাগর) প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়।[] অন্তরীপের ভৌগোলিক আয়ুষ্কাল সাধারণত কম হয়।

মহাকাশ থেকে কেপ কড এবং ম্যাসাচুসেটস উপকূলের দ্বীপপুঞ্জ
কেপ কর্নওয়াল, ইংল্যান্ড
তুরস্কের মেরসিন প্রদেশের কেপ তিসান

গঠনের কারণ

সম্পাদনা

হিমবাহ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন ইত্যাদি কারণে অন্তরীপ গঠিত হতে পারে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Whittow, J. B. (১৯৮৪)। The Penguin dictionary of physical geography। Harmondsworth: Penguin। পৃষ্ঠা ৮০। আইএসবিএন 0-14-051094-Xওসিএলসি 10760376