অন্তরীপ
অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগোলের পরিভাষায়ঃ ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে কোন জল-অংশে (সাধারণতঃ সাগর) প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়।[১] অন্তরীপের ভৌগোলিক আয়ুষ্কাল সাধারণত কম হয়।
গঠনের কারণ
সম্পাদনাহিমবাহ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন ইত্যাদি কারণে অন্তরীপ গঠিত হতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Whittow, J. B. (১৯৮৪)। The Penguin dictionary of physical geography। Harmondsworth: Penguin। পৃষ্ঠা ৮০। আইএসবিএন 0-14-051094-X। ওসিএলসি 10760376।