অন্তরাত্মা (চলচ্চিত্র)
অন্তরাত্মা হচ্ছে নির্মাণাধীন বাংলাদেশী প্রণয়ধর্মী পারিবারিক নাট্য চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক। ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের পর এটি সোহানী হোসেন ও শাকিব খানের দ্বিতীয় প্রয়াস এবং ২০০৪ সালের হৃদয় শুধু তোমার জন্য চলচ্চিত্রের পর শাহেদ শরীফ খান ও শাকিব খানেরও দ্বিতীয় প্রয়াস।[২]
অন্তরাত্মা | |
---|---|
পরিচালক | ওয়াজেদ আলী সুমন |
প্রযোজক | সোহানী হোসেন |
চিত্রনাট্যকার | ফেরারী ফরহাদ |
কাহিনিকার | সোহানী হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
প্রযোজনা কোম্পানি | তরঙ্গ এন্টারটেইনমেন্ট |
দেশ | বাংলাদেশের |
ভাষা | বাংলা |
ভূমিকা
সম্পাদনাছেলেটি বড়ো একা৷ পৃথিবীতে আপন বলতে কেউ নেই। অন্য যারা আছে তারাও তাকে বুঝতে চায় না। ভালোবাসার মানুষও তার মন বুঝে না। বড়ো কষ্টের জীবন "প্রথম" নামের এই ছেলেটির। বেদনার বালুচরে শ্যাওলা আঁকড়ে ধরে বেঁচে থাকা বিষন্ন জীবনের বৃত্তবন্দী প্রথমের রাজপ্রাসাদ থেকে শুরু করে ধন-সম্পদে অভাব বলে কিছু নেই। আছে শুধু ভালোবাসার জন্য এক বুক হাহাকার। একসময় প্রেমের কাঙাল "প্রথম" বেঁচে নেয় অন্য জীবন। অনেকটা অন্ধকার জগৎই বলা যায়।[৩]
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - প্রথম[৪]
- দর্শনা বণিক - রূপকথা[৪]
- শাহেদ শরীফ খান - জাকের[২]
- ঝুনা চৌধুরী
- অরুণা বিশ্বাস[৫]
- এস. এম. মহসিন
- মারুফ খান[৬]
প্রযোজনা
সম্পাদনাঅভিনেতা নির্বাচন
সম্পাদনা২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অনলাইনে চুক্তিবদ্ধ হন ভারতের দর্শনা বণিক।[৭] পরেরদিন ১৭ ফেব্রুয়ারি এটির কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান তরঙ্গ এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান,[৮][৯] এরপর এদিনই চলচ্চিত্রটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রধান অভিনেত্রী দর্শনা বণিকের নাম প্রকাশ করা হয়।[১০] পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অভিনেতা শাহেদ শরীফ খান জাকের চরিত্রে চলচ্চিত্রটিতে চুুক্তিবদ্ধ হন, যেখানে খলচরিত্রে অভিনয় করবেন তিনি।[২][১১]
চিত্রগ্রহণ
সম্পাদনাচলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছিল ২০২১ সালের ১ মার্চ,[৮] তবে জটিলতার জন্য তা পিছিয়ে ২০২১ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়।[২] এরপর ২০২১ সালের ৫ মার্চ চলচ্চিত্রটির কলাকুশলীরা চিত্রগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের পাবনায় যান এবং ওই দিন রাতে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। পরের দিন ৬ মার্চ পাবনার রত্নদ্বীপ রিসোর্টেই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শাকিব খান ও শাহেদ শরীফ খান সহ অন্যান্য কলাকুশলীরা।[১২] এরপর ৭ মার্চ শাকিব খান তার ফেইসবুক ও ইন্সটাগ্রাম একাউন্টে নতুন একটি অবয়ব প্রকাশ করেন, যা ইন্টারনেটে ভাইরাল হয় এবং সর্ব মহলে প্রসংশিত হয়।[১] এছাড়াও ১১ মার্চ প্রধান অভিনেত্রী দর্শনা বণিক চিত্রগ্রহণে অংশগ্রহণ করেন।[১৩] ২০২১ সালের ৪ এপ্রিল শাকিব খান তার নিজের অংশের চিত্রগ্রহণ শেষ করেন, পরে ৫ এপ্রিল তিনি পাবনা থেকে ঢাকায় ফেরেন।[১৪][১৫] ২০২১ সালের ৭ এপ্রিল চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[১৬] চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, "চলচ্চিত্রটির নির্মাণ পরবর্তী কাজ ভারতে চলছে। (কোভিড-১৯) মহামারী নিয়ন্ত্রণে থাকলে চলচ্চিত্রটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে।"[১৭]
২০২১ সালের ৩ এপ্রিল প্রণয়ধর্মী একটি গানের দৃশ্যের চিত্রগ্রহণের সময় অভিনেত্রী দর্শনা বণিকের নখের আঁচড়ে বাঁ চোখে আঘাত পান অভিনেতা শাকিব খান।[১৮][১৯] পরে চিকিৎসা শেষে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে যান তিনি। এতে স্থগিত করা হয় চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ।[২০]
সঙ্গীত
সম্পাদনাঅন্তরাত্মা | ||||
---|---|---|---|---|
লিংকন রায় চৌধুরী ও ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
শব্দধারণের সময় | জুন ২০২১ | |||
স্টুডিও | তরঙ্গ এন্টারটেইনমেন্ট | |||
ঘরানা | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গীত | |||
ভাষা | বাংলা | |||
অন্তরাত্মা থেকে একক গান | ||||
লিংকন রায় চৌধুরী কালক্রম | ||||
| ||||
ইন্দ্রদীপ রায় চৌধুরী কালক্রম | ||||
|
২০২১ সালের জুনের মাঝামাঝিতে চলচ্চিত্রটির জন্য প্রথম গান ধারণ করেন নাজমুন মুনিরা ন্যান্সি। ২০১৬ সালের বসগিরি চলচ্চিত্রের ৫ বছর পর তিনি শাকিব খানের সঙ্গে কাজ করেন।[২১][২২] "রাখি যত্নে সারাদিন" শিরোনামের ওই গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সমরজিৎ রায়, যা তার বাংলাদেশে অভিষেক গান।[২৩] গানটির কথা লিখেছেন ঋতম সেন এবং সুর ও সংগীতায়োজন করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত।[২৪][২৫]
গানের তালিকায়ন | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
১. | "রাখি যত্নে সারাদিন" | ঋতম সেন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | নাজমুন মুনিরা ন্যান্সি, সমরজিৎ রায় | |
২. | "অন্তরাত্মা (টাইটেল ট্রাক)" | রবিউল ইসলাম জীবন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | জুবিন নৌটিয়াল |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২১ সালের ঈদুল ফিতর মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তা পিছিয়ে নেওয়া হয়। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমলে মুক্তির তারিখ আবারও নির্ধারণ করা হবে।[২৬][২৭][২৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "নতুন লুকে প্রশংসিত শাকিব, বললেন 'প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে'"। চ্যানেল আই (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ ক খ গ ঘ প্রতিবেদক, বিনোদন (২০২১-০২-১৯)। "প্রায় দুই বছর পর চলচ্চিত্রে শাহেদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিবের একাকিত্ব... | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮।
- ↑ ক খ "Darshana is excited to work with Bangladeshi superstar Shakib Khan - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "Darshana Banik with Aruna Biswas in movie"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-০৯। ২০২১-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ "Shooting of Shakib Khan's 'Antaratma' concludes"। Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-০৯। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "ঢাকার শাকিবের নায়িকা কলকাতার দর্শনা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "শাকিবের ঈদের সিনেমা 'অন্তরাত্মা', নায়িকা দর্শনা বণিক"। চ্যানেল আই (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭।
- ↑ "শাকিবের ঈদের সিনেমা 'অন্তরাত্মা', নায়িকা কলকাতার"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "শাকিব খানের নায়িকা কলকাতার দর্শনা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "শাকিব খানের বিপরীতে খলনায়ক শাহেদ"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "পাবনায় মহরত, শাকিবের 'অন্তরাত্মা'র শুটিং শুরু"। চ্যানেল আই (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শাকিব খানকে নিয়ে যা বললেন টলিউড সুন্দরী"। Jugantor (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ "শেষ হলো শাকিবের 'অন্তরাত্মা' ছবির শুটিং"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮।
- ↑ "ফের ঘরবন্দি শাকিব খান!"। Bangla Tribune। ২০২১-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮।
- ↑ "শেষ হলো শাকিবের 'অন্তরাত্মা' ছবির শুটিং"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ Amina Hossain (২০২১-০৪-১৪)। "SHAKIB KHAN'S new eid feature"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬।
- ↑ "শুটিংয়ে আহত শাকিব খান, বাঁ চোখ রক্তাক্ত"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮।
- ↑ "রোমান্টিক দৃশ্যের শুটিংয়ে আহত শাকিব খান"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮।
- ↑ "অভিনেত্রীর নখের আঁচড়ে শাকিব খান আহত, শুটিং স্থগিত"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৮।
- ↑ "পাঁচ বছর পর শাকিবের ছবিতে ন্যানসির গান, সমরজিতের অভিষেক"। চ্যানেল আই। ২০২১-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭।
- ↑ "পাঁচ বছর পর শাকিব খানের সিনেমায় ন্যানসি"। Dhaka Post। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭।
- ↑ "৫ বছর পর শাকিবের সিনেমায় গাইলেন ন্যান্সি"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭।
- ↑ "শাকিবের সিনেমায় গাইলেন ন্যান্সি"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭।
- ↑ "শাকিবের অন্তরাত্মায় ন্যান্সির গান | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৭।
- ↑ "ঈদে আসছে না শাকিব খানের 'অন্তরাত্মা'"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "ঈদের সিনেমা নিয়ে শঙ্কা বাড়ছে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মামুন, শফিক আল। "বড় লোকসানের আশঙ্কা পাঁচ ছবির"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে অন্তরাত্মা