অনু সিতারা
ভারতীয় অভিনেত্রী
অনু সিতারা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্র সহ মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৩][৪] তিনি ২০১৩ সালে পটাস বোম্ব-এ শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। মুখ্য অভিনেত্রী হিসাবে তার অভিষেক চলচ্চিত্রটি ছিল ওমর লুলু'র হ্যপি ওয়েডিং, যেটি ২০১৬ সালে মুক্তি পেয়েছিল।
অনু সিতারা | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৩ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বিষ্ণু প্রসাদ (বি. ২০১৫)[১] |
পিতা-মাতা |
|
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | নং | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | ভাষা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
২০১৩ | ১ | পটাস বোম্ব | অশ্বথি | সুরেশ আচুস | মালয়ালম | শিশু শিল্পী | |
২ | ওরু ইন্ডিয়ান প্রণয়াকাধা | কিশোরী তুলসী | সত্যান আন্তিকাদ | মালয়ালম | |||
২০১৫ | ৩ | ভেরি:থিমিরু ২ | মীনাক্ষী | তরুণ গোপি | তামিল | তামিল চলচ্চিত্রে অভিষেক | |
৪ | আনারকলি | অথিরা | সচি | মালয়ালম | |||
২০১৬ | ৫ | হ্যাপি ওয়েডিং | শাহিনা | ওমর লুলু | মালয়ালম | মুখ্য অভিনেত্রী হিসাবে অভিষেক | |
৬ | ক্যাম্পাস ডায়েরী | কাসি থুম্বা | জীবন | মালয়ালম | |||
৭ | মারুপদী | রিয়া | ভি. এম. বিণু | মালয়ালম | |||
২০১৭ | ৮ | ফুকরি | আলিয়া আলি ফুকরি | সিদ্দিক | মালয়ালম | ||
৯ | রমন্তে ইডেন থোট্টম | মালিনী | রণজিৎ শঙ্কর | মালয়ালম | |||
১০ | আচেয়ানস | প্রজ্ঞা | কান্নান থামারক্কুলাম | মালয়ালম | |||
১১ | সর্বপরি পালক্করন | লিন্টা | বেণুগোপান | মালয়ালম | |||
১২ | নেভাল এন্না জুয়েল | আসমা | রেঞ্জিলাল দামাদোরান | মালয়ালম | |||
১৩ | আনা আলারালোডালরাল | পার্বতী | দিলীপ মেনন | মালয়ালম | |||
২০১৮ | ১৪ | ক্যাপ্টেন | অনিতা | প্রজেশ সেন | মালয়ালম | ||
১৫ | পদায়োত্তম | মীরা টিচার | রফিক ইব্রাহিম | মালয়ালম | |||
১৬ | অরু কুতানদান ব্লগ | হেমা | সেথু | মালয়ালম | |||
১৭ | জনি জনি ইয়েস আপ্পা | জেইশা | মার্থান্ডান | মালয়ালম | |||
১৮ | অরু কুপসিদ্ধ পায়ান | জলজা | মধুপাল | মালয়ালম | |||
২০১৯ | ১৯ | নীয়ুম এঞ্জানুম | হাশমী | এ. কে. সজন | মালয়ালম | ||
২০ | পোধু নলন কারুধি | জিয়ন | তামিল | ||||
২১ | অ্যাদ দ্য অস্কার গোস টু... | চিত্রা | সেলিম আহমেদ | মালয়ালম | |||
২২ | শুভরাত্রি | শ্রীজা | কেপি ভেসান | মালয়ালম | |||
২৩ | অধ্যরাত্রি | মনোহরণের বোন | জিবু জ্যাকব | মালয়ালম | ক্ষণিক চরিত্রাভিনয় | ||
২৪ | মমঙ্গম | মানিক্যম | পদ্ম কুমার | মালয়ালম |
টেলিভিশন
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৭ | ডি ৪ ডান্স জুনিয়র ভার্সেস সিনিয়র | বিচারক | মাঝাবিল মনোরমা | আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Anu Sithara shares cute photo straight from wedding album on anniversary"। OnManorama। ৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "How Anu Sithara's father snatched a cameo in 'Subharathri' right under her nose"। OnManorama। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯।
- ↑ Elizabeth Thomas (৭ জুন ২০১৫)। "The perfect desi girl: Anu Sithara"। Deccan Chronicle। deccanchronicle.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "My husband supports me a lot, says Anu Sithara"। Mathrubhumi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনু সিতারা (ইংরেজি)