অনু এম্মানুয়েল
অনু এম্মানুয়েল একজন ভারতীয়-আমেরিকান অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।
অনু এম্মানুয়েল | |
---|---|
জন্ম | অণু এম্মানুয়েল ২৮ মার্চ ১৯৯৭ |
জাতীয়তা | আমেরিকান |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১১, ২০১৬-বর্তমান |
আদি নিবাস | থাজহাটহানগদয়, কোট্টায়ম, কেরালা, ভারত |
আত্মীয় | রেবা মনিকা জন |
২০১৬ সালের মালয়ালম চলচ্চিত্র অ্যাকশন হিরো বিজুতে তিনি নায়িকা হিসেবে অভিষেক করেছিলেন।[১] তিনি মজলু (২০১৬) ছবির দ্বারা তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন এবং অন্যান্য তেলুগু চলচ্চিত্রগুলিতে কাজ করেন, যেমনটি কিতু উন্নাদু জগ্রথ (২০১৭), অক্সিজেন, এবং অগনিথাবাসী (২০১৮)। অণু এম্মানুয়েল তামিল চলচ্চিত্রেও কাজ করেছেন, রহস্য থ্রিলার থুপ্পরিভালান (২০১৭) ছবিতে আত্মপ্রকাশ করেন।
কর্মজীবন
সম্পাদনাঅনু এম্মানুয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং টেক্সাসের ডালাস শহরে তার শৈশবকালের অধিকাংশ সময় কাটিয়েছেন। ভারতে স্কুলে পড়াশোনা করার সময় তিনি স্বপ্ন সন্ন্যাসীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি শেষ হওয়ার পর, তিনি হাই স্কুল শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান।[২] হাই স্কুলে থাকাকালীন, আনু জানতেন যে তিনি শৈল্পিক ক্ষেত্রে কিছু অনুসরণ করতে চেয়েছিলেন। নিভিন পাওলি[৩] অভিনেতা অ্যাকশন হিরো বিজুতে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অভিনয় শুরু করেছিলেন, যা এবিডিন শাইনের পরিচালনায় পরিচালিত হয়েছিল।[৪]
চলচ্চিত্র
সম্পাদনাএখনো মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১১ | স্বপ্ন সঞ্চারী | অশ্বথী | মালায়ালাম | |
২০১৬ | অ্যাকশন হিরো বিজু | বেনিত্তা | মালায়ালাম | |
মজনু | কিরণ্ময়ী | তেলুগু | তেলুগুর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রডিউসার গিল্ড ফিল্ম অ্যাওয়ার্ড মনোনীত, তেলুগুর শ্রেষ্ঠ নারী অভিষিক্ত এর জন্য সাইমা অ্যাওয়ার্ড | |
২০১৭ | কিট্টু উন্নাডু জাগ্রত | জানাকি | তেলুগু | |
থুপ্পারিভালান | মল্লিকা | তামিল | ||
অক্সিজেন | গীতা | তেলুগু | ||
২০১৮ | অগ্নিয়াথাভাসি | সুরিয়াকান্থাম | তেলুগু | |
না পেরু সুরিয়া, না ইল্লু ইন্ডিয়া | ভারশা | তেলুগু | ||
গীতা গোবিন্দাম | স্বভূমিকা | তেলুগু | ||
শৈলাজা রেড্ডি আল্লুডু | অণু | তেলুগু | ||
২০২০ | এসকে ১৬ | TBA | তামিল | Filming |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Anu Emmanuel joins Action Hero Biju"। ২০ সেপ্টেম্বর ২০১৫। ৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Akhila Menon (২১ জানুয়ারি ২০১৬)। "WHAT! Anu Emmanuel Rejected Charlie?"। filmbeat।
- ↑ Shilpa Nair Anand (২৮ জানুয়ারি ২০১৬)। "Nivin is back in action"।
- ↑ India.com Staff (৩০ জানুয়ারি ২০১৬)। "Action Hero Biju Official Trailer: Nivin Pauly & Anu Emmanuel starrer looks fresh and promising!"।