অনুরাধা কাপুর
অনুরাধা কাপুর হলেন একজন ভারতীয় নাট্য পরিচালিকা এবং নাট্য অধ্যাপক। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে (এনএসডি) শিক্ষকতা করেছেন এবং ছয় বছর যাবত (২০০৭-২০১৩) রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের পরিচালিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নাট্য পরিচালক হিসাবে তার কাজের জন্য ২০০৪ সালে তিনি সংগীত নাটক অকাদেমি পুরস্কার পেয়েছেন।[১] নাট্যজগতে শ্রেষ্ঠত্বের জন্য ২০১৬ সালে, তিনি জে বসন্তন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।[২]
অনুরাধা কাপুর | |
---|---|
জন্ম | ১৯৫১ |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | মিরান্ডা হাউস, দিল্লি বিশ্ববিদ্যালয়; লীডস বিশ্ববিদ্যালয় |
পেশা | নাট্য পরিচালিকা |
কর্মজীবন | ১৯৭৩ - বর্তমান |
পরিচিতির কারণ | রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের পরিচালিকা |
পিতা-মাতা |
|
পরিবার | গীতা কাপুর (বোন) |
পুরস্কার | সংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০০৪); জে. বসন্তন আজীবন সম্মাননা (২০১৬) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঅনুরাধা কাপুর ১৯৫১ সালে নৈনিতালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নতুন দিল্লির মডার্ন স্কুলের দীর্ঘমেয়াদী অধ্যক্ষ এম. এন. কাপুর এবং অমৃতা কাপুরের কন্যা। শিল্প ইতিহাসবিদ ও সমালোচক গীতা কাপুর তার বোন।[৩] নয়াদিল্লির মডার্ন স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি দিল্লির মিরান্ডা হাউসে ইংরেজি অধ্যয়ন করেন। ১৯৭৩ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
পুরস্কার এবং সম্মাননা
সম্পাদনা- সংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০০৪)[১]
- জে. বসন্তন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১৬)[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "SNA: List of Awardees"। sangeetnatak.gov.in। ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ "Anuradha Kapur awarded first JV Lifetime Achievement award"। The Hindu। ১৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ Kapur, Geeta (২০০০)। When was Modernism: Essays on Contemporary Cultural Practice in India। Tulika। পৃষ্ঠা xv। আইএসবিএন 81-85229-14-7। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯।