অনামিকা সাহা

ভারতীয় বাঙালি অভিনেত্রী

অনামিকা সাহা একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।[]

অনামিকা সাহা
জন্ম (1956-11-26) ২৬ নভেম্বর ১৯৫৬ (বয়স ৬৮)[]
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৭৩-বর্তমান

প্রাথমিক জীবন

সম্পাদনা

অনামিকা সাহার জন্ম বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায়। তার জন্ম নাম ঊষা।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

১৯৭৩-২০০০

সম্পাদনা
  • আশার আলো (১৯৭৩)
  • সংসার সিমন্ত (১৯৭৪)
  • গোলাপ বাউ (১৯৭৭)
  • দুই পুরুষ (১৯৭৮)
  • গণদেবতা (১৯৭৯)
  • রাজনন্দিনী (১৯৮০)
  • প্রতিশোধ (১৯৮১)
  • অ্যাশিলিওটার দায়ে (১৯৮৩)
  • আগামি কাল (১৯৮৩)
  • অগ্নি শুদ্ধি (১৯৮৪)
  • থেকে তাল পর্যন্ত (১৯৮৫)
  • অমর কন্টক (১৯৮৬)
  • সোম মনে না (১৯৯২)
  • রক্তনদীর ধারা (১৯৯৪)
  • নাচ নাগিনী নাচ রে (১৯৯৬)

২০০০-বর্তমান

সম্পাদনা
  • শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০০)
  • সাথী (২০০২)
  • মায়ার আঁচল (২০০৩)
  • অর্জুন আমার নাম (২০০৩)
  • বাদশা দ্য কিং (২০০৪)
  • পরীবার (২০০৪)
  • গ্যাঁড়াকল (২০০৪)
  • বাজি (২০০৫)
  • জোর (২০০৮)
  • জনমাতাটা (২০০৮)
  • আমি মন্ট্রি হবো (২০১১)
  • মোনে মোনে ভালোবাসা (২০১১)
  • ওয়ারেন্ট: দ্য মিশন (২০১১)
  • সোম বোলে প্রিয়া প্রিয়া (২০১১)
  • ওহ মাই লাভ (২০১১)
  • বাঙ্গাল ঘোটি ফটফটি (২০১২)
  • প্রয়োশিট্টো (২০১২)
  • ৮:০৮ এর বনগাঁ স্থানীয় (২০১২)
  • পাঙ্গা নিবি না সালা (২০১৩)
  • আশ্রমকে ভালোবাসা (২০১৬)
  • টুস্কি (২০১৮)
  • হোইচোই আনলিমিটেড (২০১৮)

টেলিভিশন অনুষ্ঠান

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bangla, TV9 (২০২৪-০১-২০)। "২৯শেই বয়সে বড় নায়কদের মায়ের চরিত্রে অভিনয়; অনামিকার শ্বশুর চাননি বউমা জড়াজড়ি করুক পরপুরুষের সঙ্গে"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১২ 
  2. "Anamika Saha movies, filmography, biography and songs - Cinestaan.com"Cinestaan। ২০১৯-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা