অধিনায়ক (সামরিক)
(অধিনায়ক(সামরিক) থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
অধিনায়ক[১][২] : কমান্ডার (সাধারণত সংক্ষেপে Cmdr নামে পরিচিত ) একজন সাধারণ নৌ অফিসার পদমর্যাদার পাশাপাশি অনেক সেনাবাহিনীতে চাকরির পদবী ।অধিনায়ক/ কমান্ডারকে বিভিন্ন পুলিশ বাহিনী সহ অন্যান্য আনুষ্ঠানিক সংস্থায় পদমর্যাদা বা উপাধি হিসাবেও ব্যবহার করা হয় । বিভিন্ন দেশে এই নৌ র্যাঙ্ককে ফ্রিগেট ক্যাপ্টেন বলা হয় ।
অধিনায়ক/কমান্ডার একটি সাধারণ শব্দ যে কোনো সশস্ত্র বাহিনীর ইউনিটের কমান্ডিং অফিসারের জন্য, উদাহরণস্বরূপ " প্ল্যাটুন কমান্ডার ", " ব্রিগেড কমান্ডার" এবং " স্কোয়াড্রন কমান্ডার"। পুলিশে, " বরো কমান্ডার" এবং "ইনসিডেন্ট কমান্ডার" এর মতো শব্দ ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Pratidin, Bangladesh (২০২৩-০৫-০৮)। "বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।
- ↑ "এবছরের মধ্যেই ইরাক থেকে যুদ্ধরত মার্কিন সেনাদের প্রত্যাহার"। বিবিসি বাংলা। ২০২১-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৫।