অতি বিশিষ্ট সেবা পদক

ভারতীয় সামরিক পুরস্কার
(অতি বিশিষ্ট সেবা মেডেল থেকে পুনর্নির্দেশিত)

অতি বিশিষ্ট সেবা পদক (এভিএসএম) ভারতের শান্তিকালীন দ্বিতীয় সর্বোচ্চ বিশিষ্ট পরিষেবা পুরস্কার। এটি সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্যরা পেতে পারেন। শান্তিকালীন এই পুরস্কারটি যুদ্ধকালীন উত্তম যুদ্ধ সেবা পদকের সমতুল্য।

অতি বিশিষ্ট সেবা পদক

অতি বিশিষ্ট সেবা পদকের চিত্র
দেশ  ভারত
পুরস্কারদাতা দেশ ভারত সরকার
ধরন সামরিক পদক
পুরস্কৃত হওয়ার কারণ শান্তিকালীন বিশিষ্ট পরিষেবা
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ২৬ জানুয়ারি ১৯৬০
ফিতা
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) সর্বোত্তম জীবন রক্ষক পদক[]
সমমান উত্তম যুদ্ধ সেবা পদক[]
পরবর্তী (অধীনস্থ) বীর চক্র[]

পুরস্কারটি মরণোত্তর ভাবেও দেওয়া যেতে পারে। যদি পদকপ্রাপ্ত কোনও ব্যক্তিকে পরবর্তীকালে আবার পদক প্রদান করা হয়, তবে পরবর্তী পুরস্কারে একটি দণ্ড রিবনের সাথে সংযুক্ত করা হয়। পুরস্কার প্রাপক নামের শেষে "এভিএসএম" ব্যবহার করতে পারেন।

ইতিহাস

সম্পাদনা

অতি বিশিষ্ট সেবা পদকটি মূলত "বিশিষ্ট সেবা পদক, দ্বিতীয় শ্রেণি" হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ২৭ জানুয়ারি ১৯৬১ সালে এটি পুনঃনামকরণ করা হয় এবং ব্যাজ স্বাক্ষর করা হয়। ১৯৮০ সাল থেকে এই পদক প্রদান কেবল অ-অপারেশনাল কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ করা হয়, কারণ তখন যুদ্ধ সেবা পদকটি অপারেশনাল পরিবেশে বিশিষ্ট পরিষেবাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রবর্তন করা হয়েছিল।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Precedence Of Medals"indianarmy.nic.in/। ভারতীয় সেনাবাহিনী। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  2. Haynes, Ed। "Ati Vishisht Seva Medal"। ২০০৭-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।