অট্ঠকথাচার্য মহানাম

অট্ঠকথাচার্য মহানাম বৌদ্ধ ইতিহাসে তার অনন্য সাহিত্যের জন্য অমর হয়ে আছেন। বৌদ্ধ ইতিহাসে মহানাম ধারী ব্যক্তি কয়েকজন রয়েছেন যারা বৌদ্ধ ধর্মকে বিশেষভাবে সম্প্রসারিত করেছে।

অট্ঠকথাচার্য মহানাম
স্থানীয় নাম
অট্ঠকথাকার মহানাম
পেশাঅট্ঠকথাকার, অনুবাদক, লেখক
সময়কালখ্রিষ্টীয় চতুর্থ শতক হত পঞ্চম শতক
বিষয়বৌদ্ধ ধর্ম
উল্লেখযোগ্য রচনাবলিপটিসম্ভিদামগ্গগ্রন্থের অট্ঠকথা সদ্ধম্মপ্পকাসিনী

জন্মস্থান

সম্পাদনা

বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থে অট্ঠকথাচার্য মহানামকে সিংহলী আচার্য হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ সিংহলীই তার জন্মস্থান। [] তাঁর রচিত সদ্ধম্মপ্পকাসিনীর শেষকথা অংশে উল্লেখ আছে যে, তিনি গ্রন্থটি সিংহলে রচনা করেছিলেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gandhawonso,pragokta,p.23