অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয়
অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যপ্রদেশ অঙ্গরাজ্যের ভোপাল শহরের একটি রাজ্য বিশ্ববিদ্যালয়। এটি ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] বিশ্ববিদ্যালয়ের নামকরণ হিন্দি কবি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে করা হয়।[৩] মোহন লাল ছিপা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[৩]
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০১১ |
আচার্য | মধ্যপ্রদেশের রাজ্যপাল |
উপাচার্য | রামদেব ভরদ্বাজ[১] |
অবস্থান | , , ভারত |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | ইউজিসি |
ওয়েবসাইট | www |
শিক্ষাঙ্গন
সম্পাদনা২০১৬-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], বিশ্ববিদ্যালয়টি দুটি ভাড়া করা ভবন থেকে পরিচালিত হয়। পুরানো মধ্যপ্রদেশ বিধানসভায় পঠন-পাঠন পরিচালিত হয়, যখন প্রশাসনিক কাজগুলি মধ্যপ্রদেশ মুঙ্গালিয়া কোট ক্যাম্পাসের একটি ভবনে পরিচালিত করে।[৪] মুঙ্গলিয়া কোটে ২০১৩ সালে ৫০ একর (০.২০ কিমি২) আয়তন বিশিষ্ট শিক্ষাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।[৪]
হিন্দি ভাষা
সম্পাদনাবিশ্ববিদ্যালয় হিন্দি ভাষায় অধ্যয়ন প্রচার করছে। বিশ্ববিদ্যালয়টি মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াকে (এমচিআই) হিন্দি ভাষায় শিক্ষার্থীদের এমবিবিএস পঠন-পাঠনের পরীক্ষা প্রদানের অনুমতি দিতে বলেছিল।[২] প্রতিষ্ঠানটি ২০১৬ সালে হিন্দি ভাষায় ভারতে প্রথম ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে,[৪] যদিও বিশ্ববিদ্যালয়টি ২০১৭ সালে ছাত্রছাত্রী ও পরিকাঠামোর অভাবের কারণে কাজকর্মটি বন্ধ করার কথা ভাবছিল।[৫]
পাঠ্যধারাগুলি
সম্পাদনাবিশ্ববিদ্যালয় ২০২০ সালের নভেম্বর মাসে ফার্স্ট এইড স্পেশালিস্ট ডিপ্লোমা কোর্স ও দিল্লির ফার্স্ট এইড কাউন্সিল অব ইন্ডিয়া (এফএসিআ), সহযোগিতায় অন্যান্য প্রাথমিক চিকিৎসা পাঠধারা চালু করে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Parida, Rashmi R. (৩১ জুলাই ২০১৭)। "Dr. Bharadwaj appointed V-C of Atal Bihari Vajpayee Hindi University - India Education Diary"। India Education Diary। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২।
- ↑ ক খ "Hindi varsity urges MCI to allow Hindi for writing MBBS papers"। India Today। Press Trust of India। ১৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ ক খ "Mohan Lal Cheepa named vice-chancellor of Atal Bihari Vajpayee Hindi University"। The Times of India। Press Trust of India। ২৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ ক খ গ Ghatwai, Milind (২৪ আগস্ট ২০১৬)। "Atal Bihari Vajpayee Hindi Vishwavidyalaya: Few takers for country's first Hindi engineering course"। The Indian Express। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭।
- ↑ Tomar, Shruti (২৩ আগস্ট ২০১৭)। "Hindi engineering courses in Bhopal a flop, no takers this year"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।
- ↑ "ABVHU introduces 'first aid specialist' diploma, other first aid courses"। The Pioneer। ৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।