অঙ্কিত আরোরা
ভারতীয় অভিনেতা
অঙ্কিত আরোরা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা।[১][২][৩]
অঙ্কিত আরোরা | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
টেলিভিশন
সম্পাদনা- রামায়ণ - লক্ষণ চরিত্রে।
- জয়তি - বিক্রান্ত শিশোদিয়া চরিত্রে।
- বেন্ড বানোঙ্গা ঘোড়ি চাহুঙ্গা - চন্দন চরিত্রে।
- ফির শুভা হোগি - ঠাকুর দিগ্বিজয় জোয়ালা সিং চরিত্রে।
- এক ঘর বানাউংগা - অভিষেক রভিকান্ত গর্গ চরিত্রে।
- রাজিয়া সুলতান (টিভি সিরিজ) - রুকন্-উদ্-দিন ফিরুজ চরিত্রে।
- ধর্মক্ষেত্র - অর্জুন চরিত্রে।
- চক্রবর্তী আশোকা সম্রাট - প্রাপ্ত বয়স্ক রাজকুমার সুসীমের চরিত্রে।
- সনম রে (চলচ্চিত্র)- ডাক্তার হিসেবে।
- প্রেম ইয়া পহেলি - চন্দ্রকন্ঠ- মুকুট যুবরাজ শিভদূত চরিত্রে।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাসাল | ছবি | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৬ | সনম রে | ডাক্তার |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ankit Arora :Luck by chance"। ২০১৩-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮।
- ↑ "Ankit Arora in Dharamshetra"। ২০১৩-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৮।
- ↑ Ankit Arora returns as Digvijay in Phir Subah Hogi
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Ankit Arora (ইংরেজি)