অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র
অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র (ইংরেজি: Oxygen-Haemoglobin Dissociation Curve) হল এমন একটি লেখচিত্র বা গ্রাফ যার দ্বারা রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকার মধ্যবর্তী হিমোগ্লোবিন ও তার সাথে অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রা বোঝা যায়। এই লেখচিত্রে y-অক্ষ বরাবর অক্সিজেন-হিমোগ্লোবিন সম্পৃক্ততা শতাংশ ও x-অক্ষ বরাবর অক্সিজেনের আংশিক চাপ ধরা হয় ও একটি সিগময়েড বক্ররেখা বা S আকৃতির বক্ররেখা পাওয়া যায়, একেই অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন বক্ররেখা বলা হয়।
বৈশিষ্ট্য
সম্পাদনাএটি একটি S আকৃতির বক্ররেখা বা সিগময়েড বক্ররেখা। এটিকে গণিতের ভাষায় নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়:
লেখচিত্রের উপরের অংশটি অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সম্পৃক্তির পরিমান বোঝায় ও নীচের অংশটি অসংযুক্ত অবস্থা বোঝায়।
P50
সম্পাদনাসাধারণত অক্সিজেনের আংশিক চাপ ২৫ মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান (২৫ mmHg) হলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ৫০% সংযুক্তি ঘটে। লেখচিত্রে এই বিন্দু P50 নামে পরিচিত। এছাড়া ৪০ mmHg চাপে ৭৫%, ৬০ mmHg চাপে ৯০% সংযুক্তি লক্ষ্য করা যায়।
প্রভাব
সম্পাদনাফ্যাক্টর | পরিবর্তন | লেখচিত্রের সরণ |
---|---|---|
তাপমাত্রা | ↑ | → |
↓ | ← | |
2,3-BPG | ↑ | → |
↓ | ← | |
pCO2 | ↑ | → |
↓ | ← | |
আম্লিকতা [H+] | ↑ | → |
↓ | ← |
নোট:
- বামদিকে সরণ: O2 আসক্তি বেশি
- ডানদিকে সরণ: O2 আসক্তি কম (বোর প্রভাব[১])
- ভ্রূণস্থ হিমোগ্লোবিনের O2 আসক্তি বড়দের তুলনায় বেশি;
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jacquez, John (১৯৭৯)। Respiratory Physiology। McGraw-Hill। পৃষ্ঠা 156–175।
বহিঃসংযোগ
সম্পাদনা- Nosek, Thomas M.। "Section 4/4ch5/s4ch5_18"। Essentials of Human Physiology। ২০১৬-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- The Interactive Oxyhemoglobin Dissociation Curve ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০২২ তারিখে
- Simulation of the parameters CO2, pH and temperature on the oxygen–hemoglobin dissociation curve (left or right shift)