অক্টোবর স্কাই (চলচ্চিত্র)
অক্টোবর স্কাই একটি আমেরিকান চলচ্চিত্র। একটি সত্য ঘটনা নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে।
অক্টোবর স্কাই (চলচ্চিত্র) | |
---|---|
পরিচালক | জয় জন্সটন |
প্রযোজক | লেউইস কলিক |
সুরকার | মার্ক ইশাম |
সম্পাদক | রবার্ট ডাল্ভা |
প্রযোজনা কোম্পানি | ইউনিভার্সাল স্টুডিও |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৯ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ২৫ মিলিয়ন |
আয় | ৩৪.৭ মিলিয়ন |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনা১৯৫৭ সালে ওয়েস্ট ভারজিনিয়া, কলউড নামক স্থানে নির্মিত এ ছবি। কয়লা উত্তোলন এই শহরের প্রধান জীবিকা। জন হিকমেন কয়লা উত্তোলন কারখানার পরিচালক। সে তার কাজকে ভালবাসে এবং আশা করে তার দুই ছেলে জিম এবং হোমার এক দিন তার সাথে কাজ করবে। কিন্তু জিম যখন কলেজ থেকে স্কলারশিপ পায় , তখন বাবার আশা পুরনের জন্য হোমার ই রয়ে জায়, তার মা আরো বেশি আশা করে।
অক্টোবরে, সোভিয়াত ইউনিয়ন তাদের স্পুটনিক মহাকাশে পাঠায় এবং এ খবর কলউডে বেপক সারা ফেলে। রাতের আকাশে তারা স্পুটনিক দেখার জন্য বাইরে ভির করে। আর এ থেকেই হোমার নিজের রকেট বানানোর সপ্ন দেখে। তার পরিবার এবং ক্লাস মেট রা মনে করে সে পাগল হয়ে গেছে। তার সহপাঠি কুয়েন্টিন তার সাথে জোগদান করে। আর দুই বন্ধু তাদের সাথে জোগদান করে।চার জন পূর্ন উদ্যমে কাজ করে রকেট এর পেছনে । বিজ্ঞান শিক্ষিকা মিস রিলে তাদের সপ্ন বাস্তবায়নে সাহাজ্য করে । এভাবেই ঘটনা এগিয়ে চলে। নানা বাধা বিপওি পেরিয়ে একদিন সে রকট তৈরি করে এবং এ খবর সারা যুক্তরাষ্ট্রে ছরিয়ে পরে।
এ ছবিটি বাস্তব ঘটনার উপর নির্মিত।
হোমার হিকমেন (জেক গেলিনহাল) পরে নাসা তে বিজ্ঞানি হিসাবে জোগদান করে।
বহিঃসংযোগ
সম্পাদনা- Homer Hickam's Official Website
- Information and Photos of Filming Locations
- Photo gallery from the filming of October Sky in East Tennessee
- October Sky at the Internet Movie Database
- October Sky at Rotten Tomatoes
- October Sky at Metacritic
- October Sky at Box Office Mojo
- October Sky ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০১৩ তারিখে at The Numbers