অকালপক্ক প্রাণী
যেসব প্রাণীর নবজাতকেরা জন্মের স্বল্প সময় পরেই মোটামুটি পক্কতা লাভ করে ও স্বাধীনভাবে চলাচল করে
জীববিজ্ঞানের পরিভাষায় অকালপক্ক প্রাণী (ইংরেজি: Precocial) বলতে সেইসব প্রাণীদেরকে বোঝায় যাদের নবজাতকেরা উন্মুক্ত চোখ (পাখিদের ক্ষেত্রে) ও স্বাধীন চলনের ক্ষমতা নিয়ে জন্মায় ও খাদ্য সংগ্রহের কৌশল দ্রুত রপ্ত করে। এদেরকে বেশি দিন প্রতিপালন করা লাগে না।[১]
পাখিদের মধ্যে মুরগী ও হাঁসের বাচ্চারা অকালপক্ক হয়। স্তন্যপায়ীদের মধ্যে খুরযুক্ত প্রাণী যেমন ঘোড়া, গরু, ইত্যাদি অকালপক্ক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Peter P. Calow, সম্পাদক (২০০৯), Blackwell's Concise Encyclopedia of Ecology, John Wiley & Sons