অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সেলেন্স
অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সিলেন্স (সংক্ষেপে: আপ্যাক্স) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অকল্যান্ড পার্কে অবস্থিত একটি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১] প্রতিষ্ঠানটি ২০১১ সালের শিক্ষাবর্ষের শুরুতে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রমটি দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রালয় দ্বারা নির্ধারিত জাতীয় পাঠ্যক্রমের ভিত্তিতে তৈরি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি ইসলামিক পাঠ্যক্রমও অনুসরণ করে।[২]
অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সেলেন্স | |
---|---|
অবস্থান | |
, , | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ২০১১ |
প্রতিষ্ঠাতা | নাজির তালিয়া, ইউনুস গাঙ্গাত |
বিদ্যালয় বোর্ড | নাজির তালিয়া, ইউনুস গাঙ্গাত, ফাহিম মাহোমদ, মোহাম্মদ গাঙ্গাত, আসিফ মুসা, ফাতিমা তালিয়া, সিকন্দর ওয়াদভালা |
অধ্যক্ষ | রাদিয়া ওয়াদভালা |
ভর্তি | প্রায় ৫০০ |
ওয়েবসাইট | www |
শিক্ষায়তনিক
সম্পাদনা২০১৭ সালের হিসাবে অকল্যান্ড পার্ক একাডেমি অফ এক্সিলেন্সে ১ থেকে ১২ গ্রেড পর্যন্ত পাঠদান কার্যক্রম ছিল। এগুলি ফাউন্ডেশন, উচ্চমাধ্যমিক এবং এফইটি (আরও শিক্ষা এবং প্রশিক্ষণ) পর্যায় হিসাবে পরিচিত। ২০১১ সালে ১ থেকে ৬ গ্রেড দিয়ে প্রতিষ্ঠানটি পাঠদান শুরু হয়। প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষাবর্ষে ২০১৭ সাল অবধি একটি অতিরিক্ত গ্রেড যুক্ত করেছে। বর্তমানে এসব পর্যায় রয়েছেঃ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ২০১১-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-১১।
- ↑ ক খ "Islamiaat"। Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬।
- ↑ "Junior Primary"। Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬।
- ↑ "Senior Primary"। Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬।
- ↑ "APAX Secondary"। Auckland Park Academy of Excellence (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৬।