অংশুমান সিং (ক্যাপ্টেন)
ক্যাপ্টেন অংশুমান সিং (১৯৯৭ – ১৯ জুলাই ২০২৩)[১] পাঞ্জাব রেজিমেন্টের ২৬তম ব্যাটালিয়নে ভারতীয় রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ছিলেন। সিয়াচেনে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনার সময় তার ব্যতিক্রমী সাহসিকতা ও দৃঢ়তার জন্য তাকে মরণোত্তরভাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার কীর্তি চক্রে ভূষিত করা হয়েছিল।
অংশুমান সিং | |
---|---|
জন্ম | ১৯৯৭ বারদিহা দলপত, দেওরিয়া জেলা, উত্তরপ্রদেশ, ভারত |
মৃত্যু | ১৯ জুলাই ২০২৩ সিয়াচেন হিমবাহ অঞ্চল | (বয়স ২৬)
আনুগত্য | ভারত |
সেবা/ | ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | ১৯ মার্চ ২০২০ – ১৯ জুলাই ২০২৩ |
পদমর্যাদা | ক্যাপ্টেন |
সার্ভিস নম্বর | MS-20323K |
ইউনিট | পাঞ্জাব রেজিমেন্ট |
পুরস্কার | কীর্তি চক্র |
মাতৃশিক্ষায়তন | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ |
দাম্পত্য সঙ্গী | স্মৃতি সিং (বি. ২০২৩) |
সম্পর্ক |
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Shaji, Sukanya (২০২৪-০৭-১৮)। "The bitter patriarchal battle over Captain Anshuman Singh's pension"। The News Minute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০২।