চন্দ্রবিন্দু
(ঁ থেকে পুনর্নির্দেশিত)
চন্দ্রবিন্দু একটি বৈশিষ্ট্যসূচক বা ধ্বনিনির্দেশক চিহ্ন যা দেখতে একটি অর্ধচন্দ্র (অর্ধেক চাঁদ) আকারের ওপর বিন্দুর ন্যায়। এর উৎস সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপি থেকে এবং এটির ব্যবহার দেবনাগরী, বাংলা, গুজরাটি, ওড়িয়া, তেলুগু ও জাভানীয় লিপিতে। এই চিহ্নটির অর্থ পূর্বের স্বরধ্বনিটির আনুনাসিক ''নাকা'' হবে।
ঁ
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
চন্দ্রবিন্দু | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
- দেবনাগরী - (ँ)
- বাংলা লিপি - (ঁ)
- গুজরাটি লিপি - (ઁ)
- ওড়িয়া লিপি - (ଁ)
- তেলুগু লিপি - (ఁ)
- জাভীয় লিপি - (ꦀ)
হিন্দিতে কোন কার (ব্যঞ্জনবর্ণের সঙ্গে থাকা স্বরচিহ্ন) মাত্রার উপরে হলে এর জায়গায় অনুস্বার ব্যবহৃত হয়।