ঘোষ তালব্য পার্শ্বিক নৈকট্যধ্বনি
(ʎ থেকে পুনর্নির্দেশিত)
তালব্য পার্শ্বিক নৈকট্যধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ʎ]
বাংলা লিপিতে এই ধ্বনির কোনও বিশেষ বর্ণ নেই।
এই ধ্বনির উচ্চারণ বাংলা "ল"-এর কাছে। এটি ইতালীয় ভাষা ছাড়াও বিশ্বের অনেক ভাষায় ব্যবহার করা হয়।