'জাম-দ্পাল-ব্স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (মে ২০১৫) |
'জাম-দ্পাল-ব্স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dpal bskal bzang 'jigs med chos kyi rgyal mtshan) (১৯৩৪-১৯৪৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দশম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনা'জাম-দ্পাল-ব্স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান ১৯৩৪ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্পা'-শোদ (ওয়াইলি: dpa' shod) অঞ্চলের ল্চাগ্স-জাম-ম্খা (ওয়াইলি: lcags zam kha) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্নাম-র্গ্যাল (ওয়াইলি: rnam rgyal) এবং মাতার নাম ছিল ত্শে-রিং-দ্পাল-স্ক্যিদ (ওয়াইলি: tshe ring dpal skyid)। ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-'দ্জিন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang ye shes bstan 'dzin rgya mtsho) নামক তৃতীয় খ্রি-ব্যাং (ওয়াইলি: khri byang) উপাধিধারী লামা তাকে ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: blo bzang 'phrin las rnam rgyal) নামক নবম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। ব্যাম্স-পা-ম্থা'-য়াস (ওয়াইলি: blo bzang 'phrin las rnam rgyal) নামক লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Tenth Chakra Tulku, Jampel Kelzang Jigme Chokyi Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৪।
পূর্বসূরী ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্নাম-র্গ্যাল |
'জাম-দ্পাল-ব্স্কাল-ব্জাং-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান দশম ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু |
উত্তরসূরী ব্লো-ব্জাং-ব্স্তান-'দ্জিন |